header banner

নিম্নচাপ ও ভরা কোটালের জোয়ারের জলে নদী বাঁধ ভেঙে প্লাবিত সাগর এলাকা

article banner

সুদেষ্ণা মন্ডল, সাগর:  নদীর ধারে বাস, চিন্তা বারো মাস। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, নদী বাঁধ ভেঙে এলাকায় প্রবেশ করেছিল নদীর নোনা জল। নষ্ট হয়েছিল বিঘের পর বিঘে চাষের জমি। সর্বস্ব হারিয়ে ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে হয়েছিল গ্রামবাসীদের। তারপরে কেটে গিয়েছে বেশ কয়েক মাস, আবার তৈরি হয়েছে গভীর নিন্মচাপ আরেকদিকে ভরা কোটাল।নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় সাগরের বঙ্কিমনগর ১ নম্বর কলোনির নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। প্রাকৃতিক দুর্যোগে  ফের দিশেহারা সাগরের এলাকাবাসী।

{link}  

পূর্ণিমার জোয়ারের জলে প্রায় ১০০ মিটারের মতো মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে গিয়েছে। নোনা জলে প্লাবিত হয়েছে বিঘের পর বিঘে চাষের জমি। স্থানীয় গ্রামবাসীরা বলেন, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে মাটির নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা। বেশ কয়েক মাস আগে পূর্ণিমার ভরা কোটালে এই বাঁধ ভেঙে এলাকায় জল ঢোকে। যদিও প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলেও নিম্নচাপের যে টানা বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালে জোয়ারের জলে ফের নতুন করে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকা। সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, গুরু পূর্ণিমার কোটালের জোয়ারের তোরে সাগরের বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। সেই ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিম্নচাপ ও কোটালের কারণে যে সমস্ত জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে সে সমস্ত জায়গায় ইতিমধ্যেই সেচ দপ্তরের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদী মেরামতির কাজ চলছে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
{ads}

News Flood Sagar South 24 pargana West Bengal India সাগর সংবাদ

Last Updated :