header banner

আলিয়া পরীক্ষায় রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করল ভাঙরের ছাত্র সাহারুল ইসলাম

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ  একেবারে নিম্নমধ্যবিত্ত পরিবার। ছুটি থাকলে বাবার সঙ্গে মাঠে চাষ করতেও যেতে হয় তাকে। তার পরেও মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে চমকে দিয়েছে ভাঙড়ের সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র সাহারুল ইসলাম।

{link}

মেধাবী সাহারুল সাতুলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে ৯০ শতাংশ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৮১৬। তার বাড়ি ভাঙড়ের ভগবানপুরে। বাবা আবু তাহের মোল্লা লিজ নিয়ে জমিতে চাষের কাজ করেন। তাদের নিজেদের জমিজমা বলতে তেমন কিছুই নেই। পাঁচ ভাইয়ের মধ্যে সাহারুল ছোট। মাদ্রাসা থেকে ছুটি পেয়ে বাড়ি গেলেই সে চাষের কাজে বাবাকে সাহায্য করে। বাকি সময় বাড়িতে মন দিয়ে পড়াশোনা করে। সাহারুল জানায়, ভাল রেজাল্টের জন্য সে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে বাবা–মায়ের কাছ থেকে। তারা তার এই সাফল্যে খুবই গর্বিত। এছাড়া মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং কোচিং সেন্টারের শিক্ষকরা খুব ভাল সহায়তা করেছেন। তার বাবা আবু তাহের বলেন, ছেলে ভাল ফল করবে জানতাম। কিন্তু একেবারে মেধা তালিকায় জায়গা করে নেবে, তা তিনি ভাবেননি।

{link}

 সাহারুলের ইচ্ছে, তার প্রিয় বিষয় আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করে অধ্যাপক হওয়ার। সে চায় আগামিদিনে ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনা শিখিয়ে সঠিক পথের দিশা দেখাতে। সে আরও বলে, অবসর সময়ে খেলাধুলার সাথে সাথে মনীষীদের জীবনীও পড়ত।  কাজ এবং খেলাধুলো করেও টেক্সট বই মন দিয়ে পড়লে ভাল রেজাল্ট করা সম্ভব। মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম ময়নদ্দিন সাহেব বলেন, সাহারুলের পড়াশোনায় খুব আগ্রহ। তার এই সাফল্যে তারা সকলেই ভীষণ খুশি।

{ads}
 

News Saharul Islam came fourth in the state in the Madrasa Board's Alim examination Satulia Islamia Senior Madrasa in Bhangar South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :