header banner

মুখ্যমন্ত্রীর নির্দেশে মিহিলালের সঙ্গে দেখা করলেন সাঁইথিয়ার বিডিও

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ পরিবারের সকলকে হারিয়ে বীরভূমের সাঁইথিয়ায় বাতাসপুর গ্রামে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন মিহিলাল সেখ। আজ সকালে বাতাসপুরে তার সঙ্গে দেখা করতে গেলেন সাঁইথিয়ার বিডিও ও ব্লক সভাপতি সাবের আলি।

{link}

আজ মুখ্যমন্ত্রী বিধ্বস্ত বগটুই গ্রাম পরিদর্শনে যাবেন একথা তিনি বুধবারেই জানিয়েছিলেন। মূলত মুখ্যমন্ত্রীর কাছে মিহিলালকে নিয়ে যাওয়ার জন্যই তারা তাকে বোঝাতে এসেছিলেন। মিহিলাল সেখের দাবি, বগটুই গ্রামে গেলে তাদের প্রাণের ঝুঁকি রয়েছে। এমতা অবস্থায় হয় মুখ্যমন্ত্রী বাতাসপুরে আসুক কিংবা তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে তাদের নিয়ে যাওয়া হোক। তাদের আরও দাবি, বাতাসপুরেও তারা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন। মৃত্যুভয় তাদের পিছু ছাড়ছে না।

{link}

তবে বিডিও সাবের আলি জানান,মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি এখানে এসেছেন। মিহিলালকে সম্পূর্ন নিরাপত্তার সঙ্গেই নিয়ে যাওয়া হবে এবং যথাসময়ে নিরাপত্তার সঙ্গে তাকে পৌঁছে দেওয়া হবে।

{ads}  
 

News Sainthia BDO Saber Ali went to meet Mihilal Sheikh Birbhum West Bengal India সাঁইথিয়া বীরভূম সংবাদ

Last Updated :