header banner

আবক্ষ মূর্তি গড়ে সদ্য প্রয়াত দুই সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানালেন মৃৎশিল্পী সুবীর পাল

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ সদ্য প্রয়াত হয়েছেন বিখ্যাত দুই সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ী।দুই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানাতে রাতারাতি তাদের আবক্ষ মূর্তি তৈরি করলেন কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল।

{link} 

বেশ কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তারপর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুরকার তথা সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী প্রয়াত হন। একে একে সঙ্গীতজগতের নক্ষত্র পতন হওয়ার কারণে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।সত্তর কিংবা আশি অথবা নব্বই দশকে সারা দেশ কাপিয়েছেন এই শিল্পীরা। একের পর এক সংগীতশিল্পী চলে যাওয়ায় সংগীত জগতে ব্যাপক ক্ষতি হল বলেই মনে করছেন বিভিন্ন কলাকুশলীরা।তাই দুই বঙ্গসন্তান কে শ্রদ্ধা জানাতে রাতারাতি তাদের আবক্ষ মূর্তি তৈরি করলেন নদীয়ার কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল।শিল্পের মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পীদের সম্মান জানানোই ছিল মৃৎশিল্পী সুবীর পালের মূল লক্ষ্য।

{link}

 তিনি বলেন, আমরা ছোটবেলা থেকেই এদের গান শুনে বড় হয়েছি। নিজেদের শিল্পীসত্তার মধ্য দিয়ে যদি তাদের কিছুটা সম্মান জানাতে পারি সেই উদ্দেশ্যেই তাদের আবক্ষ মূর্তি তৈরি করেছি।তিনি আরও জানান, লতা মঙ্গেশকরের সঙ্গে একবার ছোটবেলায় দেখা হলেও সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি। সে বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন ,এমন নক্ষত্র হয়তো আর পৃথিবীতে ফিরে আসবেনা। অন্তর থেকে অনেক শ্রদ্ধা জানাই তাদের।সুবীর পালের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই।

{ads} 
 

News Sandhya Mukherjee Bappi Lahiri Subir Pal Krishnanagar Nadia West Bengal India সন্ধ্যা মুখোপাধ্যায় বাপ্পি লাহিড়ী সংবাদ

Last Updated :