header banner

কথাশিল্পীর প্রিয় নদীর জলেই বানভাসী বসত ভিটে...

article banner

রূপনারায়ন নদের রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সামতাবেড়ে, গোবিন্দপুর সহ শরৎ অঞ্চলের বেশিরভাগ গ্রাম। সামতাবেড়ে গ্রামের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটিও প্লাবিত। আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল সহ আধিকারিকরা আজ সকালে লেখকের বাড়িটী সহ এলাকার সামগ্রিক অবস্থা খতিয়ে দেখেন। 

{link}
উল্লেখ্য বিষয় সামতাবেড়ে এলাকায় সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়ির কিছ্য দূরেই অবস্থান রূপনারায়ন নদের। এই নদের ধারে বসেই একাধিক লেখা লিখে তিনি উপহার দিয়েছেন বাঙালি পাঠকগন কে। কাল ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে সেই নদেরই বাঁধ ভেঙে যায়। এর পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উল্টোদিকে পুকুরের জলও উঠে আসে বাড়ির সামনের রাস্তায়। সেই পরিস্থিতিই আজ খতিয়ে দেখতে আসেন আমতার বিধায়ক। 


{ads}

News River Rupnarayan Sarat Chandra Chattapadhyay Samtabere Amta Bagnan Sarat kuthi Sarat Chandra House কথাশিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংবাদ রূপনারায়ন নদ

Last Updated :