header banner

গড়িয়ায় ভুয়ো কল সেন্টার খুলে বিদেশীদের প্রতারণা, গ্রেফতার ৮

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ ভুয়ো কলসেন্টার খুলে আমেরিকা ও কানাডার বাসিন্দাদের প্রতারণার বড়সড় চক্রের সন্ধান মিলল দক্ষিণ শহরতলির গড়িয়া স্টেশন রোডে। জানা যায় গত এক বছর ধরে চলছিল এই কলসেন্টারটি।

{link}

বৃহস্পতিবার নরেন্দ্রপুর থানার কালীতলা এলাকা থেকে ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিম। পুলিশ সূত্রে খবর, এই ভুয়ো কলসেন্টার থেকে উদ্ধার হয়েছে নগদ সাড়ে ৩৬ লক্ষ টাকার বেশী। এছাড়াও উদ্ধার হয়েছে কম্পিউটার, হার্ডডিস্ক ও ৯টি মোবাইল। গড়িয়া স্টেশন রোডের এই ভুয়ো কলসেন্টার থেকে প্রতারণা চক্র চালানো হত বলে জানিয়েছেন বারুইপুরের পুলিশ সুপার শ্রীমতী পুষ্পা।

{link}

ধৃতরা সকলেই কলকাতা ও শহরতলির বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। পাশাপাশি কলকাতায় বা তার বাইরে এই চক্রের অন্য কোন শাখা আছে কিনা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ।

{ads} 
 

News Scam Fake call center America Canada Garia station road Baruipur police station South 24 Pargana West Bengal India গড়িয়া দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :