header banner

উত্তাল দিঘার সমুদ্র, সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ সোমবার সকাল থেকে উত্তাল দিঘার সমুদ্র। গার্ডোয়াল টপকে ঢেউ প্রবেশ করছে স্থলভাগে। যার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই পর্যটকদের সমুদ্র স্নানে নামতে দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।কড়া নজরদারি রাখা হচ্ছে সমুদ্র সৈকতে, যাতে কোনো দুর্ঘটনার কবলে না পড়তে হয় পর্যটকদের।

{link}  

উত্তাল ঢেউয়ের সাথে সাথে সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি। তাই কোনো ভাবেই পর্যটকদের সমুদ্র স্নানে নামতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে কড়া নজরদারি। মোতায়েন করা হয়েছে নুলিয়া। ফলে পর্যটকদের পাড়ে বসেই সমুদ্র উপভোগ করতে হচ্ছে। দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, “এমনিতে দিঘার সমুদ্র সকাল থেকেই উত্তাল। দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে সমুদ্র সৈকত।পর্যটকদের সমুদ্রস্নানে নামতে বারণ করা হয়েছে। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য চলছে কড়া নজরদারি।”

{link} 

সমস্ত ব্যাস্ততাকে পিছনে ফেলে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে এসেও পর্যটকদের ভোগান্তি।সমুদ্র সৈকতে এসেও স্নান না করতে পারা খুবই দুঃখের বিষয় সমুদ্রপ্রেমীদের কাছে।কেউ কেউ তো দূর থেকে সমুদ্র দর্শন করেই ফিরে যাচ্ছে হোটেলে, আবার কেউ কেউ সমুদ্র পাড়ে বসেই সমুদ্রের শান্ত হওয়ার অপেক্ষা করছেন।এই ছবিই উঠে আসছে দিঘার সমুদ্র সৈকত থেকে।

{ads}

News Sea beach Tourist Strict surveillance East Medinipur West Bengal India দীঘা পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :