header banner

মারা গেছেন বাবা, শোক নিয়েই মাধ্যমিক পরীক্ষায় বীরভূমের দুই পরীক্ষার্থী

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ একদিকে দূর্ঘটনায় মৃত বাবার দেহের ময়নাতদন্ত চলছে। অন্যদিকে,পিতৃশোক কে জয় করে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছেলেমেয়ে। দূর্ঘটনায় বাবার মৃত্যুর খবর জেনেই পরীক্ষায় বসে বীরভূমের দুই মাধ্যমিক পরীক্ষার্থী ঘনশ্যাম কিস্কু ও জোনাকি কিস্কু।

{link} 

সূত্রের খবর,মৃত শিবশঙ্কর কিস্কু(৪৫)বীরভূমের পাড়ুই থানার কেশাইপুরের বাসিন্দা। ৬ মার্চ সন্ধ্যায় বোলপুরের কাশিপুর সংলগ্ন এলাকায় বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হয় তাঁর৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ বাবার মৃত্যু সংবাদ পেয়েই কান্নায় ভেঙে পড়ে দুই ছেলেমেয়ে ঘনশ্যাম কিস্কু ও বোন জোনাকি কিস্কু। দুজনেই এবারের মাধ্যমিক পরীক্ষার্থী৷ দুই ভাইবোন পাড়ুইয়ের কেশাইপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে৷ একদিকে যখন হাসপাতালে বাবার মৃতদেহের ময়নাতদন্ত চলছে ,অন্যদিকে আহমেদপুর জয়দুর্গা উচ্চ বালিকা বিদ্যালয়ে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দিল ঘনশ্যাম ও জোনাকি৷

{link}

 আজ থেকেই শুরু হয় মাধ্যমিক পরীক্ষা৷ প্রথম দিনের বাংলা পরীক্ষা শেষ করেই বাড়ি ফিরে বাবার শয্যাশায়ী দেহ দেখল দুই মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেমেয়ে। গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ালো এই মর্মান্তিক ঘটনা সামাল দিতে৷ ঘনশ্যাম কিস্কু বলে, "বাবা চাইত আমরা মন দিয়ে পড়াশোনা করি। পরীক্ষা একদমই ভালো হয়নি। তবুও মৃত্যুর খবর শুনেও আমি ও বোন পরীক্ষা দিয়েছি।" অসম্ভব মনের জোর নিয়ে জীবনযুদ্ধে জয়ী এই দুই পরীক্ষার্থীকে কুর্ণিশ শেফিল্ড টাইমস এর।

{ads}

News Secondary Examination Keshaipur High School Bolpur Birbhum West Bengal India মাধ্যমিক বীরভূম সংবাদ

Last Updated :