সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফালায় ভাসছে সুন্দরবন। সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি। নোনা জলে চাষের জমির উর্বরতাও নষ্ট হয়ে গেছে। আতঙ্কিত গ্রামবাসীরা। তাই অধিকাংশ দীপবাসীরাই ভিটে মাটি ছেড়ে আস্তানা নিয়েছে অন্য জায়গায়।
{link}
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ তার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি । প্রবল বর্ষণের ফলে সুন্দরবনের একাধিক জায়গায় মাটির নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধে মাটি ধুয়ে গিয়েছে। সঙ্গে দোসর পূর্ণিমার কোটাল । কোটালের জোয়ারের তোড়ে সুন্দরবনের গোসাবা, নামখানা, সাগর, পাথরপ্রতিমা সহ রায়দিঘির বিস্তীর্ণ অঞ্চলের নদী বাঁধ উপছে প্লাবিত এলাকা। নামখানা ব্লকের হাতানিয়া - দোয়ানিয়া নদীর জোয়ারের জলে প্লাবিত নামখানা ও নারায়ণপুর। জলমগ্ন নামখানা বাজার এলাকাতে জল ঢোকায় সমস্যায় পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা। নামখানার একাধিক উপকূল তীরবর্তী এলাকার বাড়িগুলি জলমগ্ন।
{link}
অন্যদিকে একই ছবি ধরা পরল সাগর ব্লকে। সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ উপছে প্লাবিত কচুবেড়িয়া গ্রাম। গ্রামে একাধিক বাড়িতে ঢুকেছে জল। পাথর প্রতিমা, রায়দিঘি, গোসাবা সহ সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ উপছে কোটালের জোয়ারের জলে প্লাবিত এলাকা। স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে বানভাসি এলাকার মানুষদের জন্য খোলা হয়েছে বন্যা ত্রান শিবির। নদী উপকূল তীরবর্তী এলাকার মানুষদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামবাসীদের দেওয়া হচ্ছে শুকনো খাবার।
{ads}