header banner

শালিমার সংস্থার নাম ব্যবহার করে ভেজাল তেল, তদন্তে ব্যারাকপুর কমিশনারেট

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসলো কেউটে সাপ। শালিমার কোম্পানির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তেল কোম্পানির জালিয়াতি ধরে ফেললো ব্যারাকপুরে কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বরানগরে। 

{link}

জানা যায়, বেশ কিছুদিন ধরে কিছু অসাধু ব্যাবসায়ীরা বিখ্যাত নারকেল তেল উৎপাদনকারী সংস্থা শালিমারের লোগো ব্যবহার করে রমরমিয়ে চালাচ্ছিলেন তাদের নারকেল তেলের ব্যবসা। এরপর শালিমার তেল কোম্পানির কর্তৃপক্ষের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্তকারী অফিসারদের। শালিমার কোম্পানির করা মামলার ভিত্তিতে বরানগর থানার অন্তর্গত কলিচরণ ঘোষ রোড এলাকায় একটি তেল উৎপাদনকারী সংস্থার কারখানায় রেড করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা। সেখানে তারা নারকেল তেল, আমলা তেল ও প্রচুর পরিমাণে নিষিদ্ধ তরল প্যারাফিন তেল উদ্ধার করেন। সেই সঙ্গেই জানা যায়,  এই তেল প্রস্তুতকারী সংস্থার কাছে উপযুক্ত আইনি কাগজ নেই । যে লাইসেন্স ছিল সেটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই ঘটনার জন্য মালিক সুরজিৎ সাহা ও কর্মচারী প্রসেনজিৎ সাহা কে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা।

{link}

 এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আনন্দজিৎ হোর বলেন, এক কোম্পানির লোগো নিয়ে অন্য কোম্পানি কাজ করলে সেটা কপিরাইটের আওতায় আসে। সেই অনুযায়ী তদন্ত শুরু হয়। তারা তদন্তে গিয়ে দেখেন যে লাইসেন্স ছাড়া সম্পূর্ণ বেআইনি ভাবে নারকেল তেল, আমলা তেল লিকুইড প্যারাফিন তেল বতলিকরন করা হচ্ছে। যার জন্য তারা দুই জন কে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরেই তারা এই চক্রটি চালাচ্ছেন বলে মনে করছে পুলিশ। পাশাপাশি শালিমার ছাড়া অন্য নামেও ওই তেল বাজারজাত করা হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান।

{ads} 
 

News Shalimar oil company The Enforcement Division of the Commisionerate in Barrackpore Baranagar North 24 Pargana West Bengal India শালিমার বরানগর সংবাদ

Last Updated :