header banner

বসিরহাটে চলল গুলি, গ্রেফতার ১ দুষ্কৃতি

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ করে গুলি, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রানে বাঁচলেন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট মিনাখা থানার কুমারজল গ্রাম পঞ্চায়েতের কাদিহাটি শ্মশান এলাকায়। একজন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র ও পিস্তল। ঘটনাটি  ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রের জানা গিয়েছে, ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম দেবু কর্মকার। তিনি এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই দুজন দুষ্কৃতি পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়  কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা বেড়িয়ে আসেন। স্থানীয়রাই  একজন দুষ্কৃতিকে ধরে ফেলেন। আর একজন দুষ্কৃতি পালিয়ে যান। এরপর স্থানীয়রা খবর দেন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা গণধোলাই দিয়ে ওই দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেন। ওই দুষ্কৃতির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভোজালি ও পিস্তল, এমনটাই পুলিশ সূত্রের খবর। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই দুই দুষ্কৃতির বাড়ি মিনাখা থানার গড় আবাদ গ্রামে। 

{link}

ইতিমধ্যে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তারা পিস্তল পেলো কোথা থেকে? আর তারা কেনোই বা ওই ব্যবসায়ীকে লক্ষ করে গুলি চালায়? তা জানার জন্য ওই দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ পলাতক দুষ্কৃতীটির খোঁজে তল্লাশী শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

{ads}

News Basirhat Minakha police station North 24 pargana West bengal India সংবাদ উত্তর ২৪ পরগণা

Last Updated :