header banner

দক্ষতার সঙ্গে রেল চালাচ্ছেন মহিলারা

article banner

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ মহিলা স্টেশন ম্যানেজার। পয়েন্টসম্যান তিন জন। তিনজনই মহিলা। পোর্টার দুজন। তারাও মহিলা। জুনিয়র কমার্শিয়াল ক্লার্ক চারজন। মাল্টিস্কিলড স্টাফ ১১ জন। তারাও সবাই মহিলা। চারজন গেটকিপার। তাদের মধ্যেও দুজন মহিলা। সব মিলিয়ে ৩০ জন মহিলা কর্মী। আর ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন পরিচালনা করেন এই মহিলা কর্মীরাই। পুরুষ বলতে হাতেগোনা দু'একজন। কিন্তু তাতে কুছ পারোয়া নেহি। অনায়াসে ট্রেনের অভিমুখ  শীত, গ্রীষ্ম, বর্ষা, সকাল থেকে রাত ৩৬৫ দিন পরিচালনা করছেন সেই মহিলারাই।

{link} 

শিলিগুড়ি টাউন স্টেশন। দেশের মধ্যে অন্যতম ঐতিহাসিক রেল স্টেশন। যেই স্টেশনে পদধূলি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো মনিষীদের। আর ২০২২ সালে সেই স্টেশনের রাশ মহিলাদের হাতে। শিলিগুড়ি টাউন স্টেশন উত্তর-পূর্ব সীমান্ত রেল তো বটেই, গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যে যেমন এই ধরনের স্টেশন আর দ্বিতীয়টি নেই, তেমনি গোটা দেশের হিসেব ধরলে এ ছাড়া আর মাত্র তিনটি স্টেশন রয়েছে, যেখানে মহিলারাই ট্রেন আসা-যাওয়া, সিগনাল, লগ, অপারেশন থেকে যাবতীয় কাজ পরিচালনা করে থাকেন। ফলে ব্যতিক্রমী হিসেবে ইতিমধ্যেই রাজ্যের নজর কেড়েছে স্টেশনটি। ৩০ জন মহিলা শৌচাগার রক্ষক থেকে স্টেশন ম্যানেজার, নিখুঁতভাবে পরিচালনা করছেন সব কাজ। তাও পুরুষের থেকে কোন অংশে একরত্তিও কম নয়।

{link}
 
স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টেশন ম্যানেজার প্রতিমা দে বলেন আমাদের স্টেশনে নতুন যারা আসেন তারা সবাই মহিলা বলে অনেকে চমকে যান। ভাল করে খুঁটিয়ে দেখেন। প্রথম প্রথম অস্বস্তি হত, এখন গা-সওয়া হয়ে গিয়েছে। প্রত্যেক মহিলা কর্মী পুরুষদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন । এখনকার মেয়েরা সীমান্তে লড়ছে। কোথাও পিছিয়ে নেই। আমিও কাজ করছি। সত্যি বলতে অবশ্যই সহযোগিতার প্রয়োজন হয়৷ আর এখানে তা পেয়েছি। আমরা মহিলারাই সম্মানের সঙ্গে কাজ করছি। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা মহিলারাই সকাল থেকে রাত এই স্টেশনে কাজ করি। চিন্তার কিছু নেই। আমরাও কাধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারি ।  স্টেশনটি পরিচালনার সমস্ত কাজই এখন পুরোদমে চালাচ্ছেন মহিলারা। ৩৬৫টা দিন চব্বিশ টা ঘন্টা ডিউটি করতে হচ্ছে এইসব মহিলাদের। যে রাঁধে সে চুলও বাঁধে। শাশ্বত হোক লাখ দূর্গার সংগ্রামী জীবন। 
 

{ads}

News Siliguri Town Station Thirty women workers West Bengal India শিলিগুড়ি পশ্চিমবঙ্গ সংবাদ

Last Updated :