header banner

বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ মানুষদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন ছেলের

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ পথ ভিক্ষুক ও দুঃস্থ মানুষজনদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে বাবার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করলেন ছেলে। রবিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ পৌরসভার বাসিন্দা বিশ্বজিৎ সরকার প্রায় শতাধিক দুঃস্থ মানুষজনদের জন্য এই আয়োজন করেন। মৃত বাবার আত্মার শান্তি কামনার জন্যই তার এই মহান উদ্যোগ বলে জানান তিনি।

{link}

বড়াল ঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বাবুর বাবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অজিত কুমার সরকারের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় এক বছর আগে। মৃত অজিতবাবু এলাকায় পরোপকারী মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি দুঃস্থ অসহায় মানুষজনদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। মৃত বাবার সেই মানবিক কর্মকাণ্ডকে অনুসরণ করেই মৃত্যুর এক বছর পর বাবার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বজিৎ বাবুর এই উদ্যোগ। বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি ও তার পরিবারের সদস্যরা এদিন দুপুরে নবদ্বীপ ধাম স্টেশনের রেল রিক্রিয়েশন ময়দান সংলগ্ন এলাকায় শতাধিক পথ ভিক্ষুক ও দুঃস্থ মানুষজনদের নিজের হাতে ভাত, মাছ, তরিতরকারি ও মিষ্টি দিয়ে মধ্যাহ্নভোজন করালেন।

{link}

 মৃত বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও তাঁর আত্মার শান্তি কামনার জন্যই মূলত তার এই উদ্যোগ বলে তিনি জানান। আমাদের সমাজে বহু দুঃস্থ মানুষ আছেন যারা দুবেলা ঠিকমত খেতে পায় না। দুমুঠো অন্নের জন্য প্রতিনিয়ত তাদের লড়াই করতে হয়। তাদের কথা ভেবে বিশ্বজিৎ বাবুর এই উদ্যোগকে কুর্ণিশ জানায় শেফিল্ড টাইমস।

{ads} 
 

News Son celebrated his father death anniversary by organizing lunch for beggars and needy people Nadia Nabadwip West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :