header banner

বৃষ্টির প্রার্থনায় মহাদেবকে বেধে রাখার প্রস্তুতি দক্ষিণ দিনাজপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ  একদিকে মেঘভাঙা বৃষ্টিপাত, আর অন্যদিকে অনাবৃষ্টি। মেঘভাঙা বৃষ্টিপাতের জেরে অমরনাথে আতঙ্কিত মানুষ, অন্যদিকে দক্ষিন দিনাজপুরে অনাবৃষ্টির জেরে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিপাতে যখন আতঙ্কিত ভক্তরা মহদেবের কাছে বৃষ্টি থামার প্রার্থনা করছেন, তখন অন্যদিকে বৃষ্টির প্রার্থনায় মহাদেবকে বেধে রাখার মত ব্যতিক্রমী রীতি পালনের জোর প্রস্তুতি শুরু করেছেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের তালমন্দিরা গ্রামের বাসিন্দারা। 

{link}

বৃষ্টির প্রার্থনায় ভগবান মহাদেবকে বেধে রাখার এই ব্যতিক্রমী রীতি বহুদিন ধরে চলে আসছে এই গ্রামে। খরার মরশুমে জলের সমস্যা বরাবর থাকলেও এবারে তা যেন মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মূলত আদিবাসী এবং তপশীলি জাতি-উপজাতীর বাস এই এলাকায়। যাদের অধিকাংশই  কৃষিকাজের উপর নির্ভরশীল। কিন্তু বিগত বেশকিছুদিন ধরে শুধু তপন ব্লকই নয়, গোটা দক্ষিণ দিনাজপুর জেলাতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় জলের সমস্যায় একপ্রকার হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষার এই মরশুমে বৃষ্টির দেখা না মেলায় একদিকে যেমন পাট গাছ পচানোর জন্য পুকুর বা নয়নজুলিগুলিতে পর্যাপ্ত জল নেই। তেমনি অন্যদিকে জমিতে ধানের চারা রোপনের পর বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা। এমতাবস্থায় তপন ব্লকের তালমন্দিরা গ্রামের কৃষক পরিবারের গৃহবধুরা বৃষ্টির প্রার্থনায় তাদের পূর্ব প্রচলিত রীতিকে অবলম্বন করে দেবাদিদেব মহাদেবকে বেধে রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বুধবার মহাদেব বাধন পূজনের অর্থ সংগ্রহ করতে গ্রামের গৃহবধুরা রীতিমত খাকি পোশাক পড়ে হাতে খেলনা বন্দুক, লাঠি নিয়ে পথে নেমেছিলেন। তাদের বিশ্বাস ভগবান শিবকে বেঁধে রাখলেই নামবে বৃষ্টি। বৃষ্টি নামলে তবেই বাধনমুক্ত করা হবে শিবকে।

{link}

এ প্রসঙ্গে তালমন্দিরা গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, জলের অভাবে জমিতে লাগানো ধানের চারা মরে যাচ্ছে। এর আগেও অনাবৃষ্টির সময় শিবকে বেধে রেখে বৃষ্টির প্রার্থনা করায় বৃষ্টি হয়েছে। তাই এবারেও বৃষ্টির প্রার্থনায় শিবকে বেধে রাখার প্রস্তুতি শুরু করেছেন গ্রামবাসী। বৃষ্টি না নামা অবধি কোনমতেই দেবাদিদেব মহাদেবকে বাধনমুক্ত করা হবে না। এখন দেখার বিষয় হল এই যে, পূর্ব প্রচলিত রীতি মেনে  গ্রামবাসীদের এমন প্রার্থনায় মহাদেব সদয় হন কিনা। 
{ads}

News South Dinajpur Balurghat Talmandira village Drought West Bengal India সংবাদ অনাবৃষ্টি

Last Updated :