header banner

উলুবেড়িয়া লোকালের বগি খুলে দক্ষিণ পূর্ব রেল পরিষেবায় বিপত্তি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের দক্ষিণ পূর্ব রেল শাখায় বিপত্তি। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া লোকালের একটি বগি  হঠাৎ ট্রেন থেকে খুলে আলাদা হয়ে যায়। যার ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে আবাদা স্টেশনের কাছে। দুর্ঘটনার জেরে ব্যাহত হয় ওই শাখার রেল পরিষেবা। সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রীদের।  

{link}

জানা যায়, সকাল ৮:২৬ মিনিটের যাত্রী বোঝাই উলুবেড়িয়া লোকালের বগি আবাদা স্টেশনের কাছে  হঠাৎই যান্ত্রিক ত্রুটির জেরে মূল ট্রেন থেকে খুলে আলাদা হয়ে যায়। এরপর দক্ষিণ পূর্ব রেলের অধিকারিকদের উপস্থিতিতে বগিটিকে আবার জুড়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় দক্ষিণ পূর্ব রেল শাখার ট্রেন চলাচল। যার ফলে সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রীদের। অফিস যাত্রীরাও যথেষ্ট দুর্ভোগের সম্মুখীন হন। কেউ কেউ স্টেশনে বসেই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষা করতে থাকেন। আবার অনেকে অপেক্ষা না করে সড়ক পথেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

{link} 
 
চারদিন আগেই দক্ষিণ পূর্ব রেলের আবাদা ও সাঁকরাইল স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় একটি পণ্যবাহী ট্রেন(মালগাড়ি)। যার ফলে ব্যাপকভাবে বিপর্যস্ত হয় দক্ষিণ পূর্ব রেলের যাত্রী পরিষেবা। এমনকি গতকাল সন্ধ্যায় বিরশিবপুর স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। কয়েকদিন ধরেই একের পর এক দুর্ঘটনা ঘটে দক্ষিণ পূর্ব রেল শাখায়। তবে এই দুর্ঘটনার পেছনে আসল কারনটা ঠিক কী? প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ।

{ads}

News South Eastern Railway A bogie opened from the train Abada station Howrah West Bengal India আবাদা হাওড়া সংবাদ

Last Updated :