header banner

পূর্ব সূচী অনুযাই লোকাল ট্রেন চালানোর দাবিতে অবরোধ নলপুর স্টেশনে

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ আবারও ট্রেন অবরোধ দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে। আগের সূচী মেনে সময়মত সকালে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন চালানোর দাবিতে নলপুর স্টেশনে অবরোধ স্থানীয় বাসিন্দাদের। প্রায় তিনঘন্টা ধরে চলেছে বিক্ষোভ যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা।

{link}

 স্থানীয় সূত্রের খবর,এদিন সকাল ৬টা ২০ নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশন এর কাছে স্থানীয় বাসিন্দারা রেল অবরোধ করেন। হাওড়া যাওয়ার লোকাল ট্রেন আটকে লাইনে নেমেই বিক্ষোভ শুরু করেন প্রায় কয়েকশো যাত্রী সহ স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি,কোভিডের আগে যে সংখ্যায় ট্রেন চালু ছিল এখন তা নেই। অবিলম্বে সময় মত সকালের সমস্ত লোকাল ট্রেন চালাতে হবে। রেল পুলিশ ও স্টেশন আধিকারিকেরা এসেও বিক্ষোভ থামাতে পারেননি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চাইলেও তারা কথা বলতে চাননি। এদিকে সকাল থেকে ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে ও নলপুর স্টেশনে লোকাল ও দূরপাল্লার সমস্ত মালগাড়ি সহ এক্সপ্রেস ট্রেন আটকে পড়েছে। এদিন নটা পনের নাগাদ অবরোধ উঠলে রেলকর্তারা জানান,ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে যথেষ্ট সময় লাগবে।

{link}

 দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে  এস আনান্দ এদিন জানিয়েছেন,সকাল ছটা কুড়ি থেকে স্থানীয় বাসিন্দারা নলপুর স্টেশন এ রেল অবরোধ করেন। তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কিছুতেই কথা বলতে চাইছেন না। গোটা ঘটনার উপর নজর রাখা হয়েছে। যদিও কোনরকম ট্রেন বাতিল করার সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি ফলে ট্রেন চলাচলে দেরি হতে পারে। তবে এখন দেখার বিষয় বারবার স্থানীয় বাসিন্দাদের এই অবরোধের সুরাহা কবে হয়।

{ads}
 

News South Eastern Railway Kharagpur Local train blockade Nalpur Howrah West Bengal India খড়গপুর হাওড়া সংবাদ

Last Updated :