header banner

দোলের দিন বসন্ত উৎসব হবে না বিশ্বভারতীতে

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ এই নিয়ে পরপর তিন বছর বসন্ত উৎসব বন্ধ শান্তিনিকেতনে। তবে এবারে দোল উৎসব বন্ধের কারণ কোভিড না,ছাত্র আন্দোলন। দোলের দিন বসন্ত উৎসব হবে না বিশ্বভারতীতে এমনটা আগেই টের পাওয়া গিয়েছিল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাইরাল হওয়া একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে। এবার সেই ঘোষণা করা হল কর্মপরিষদের তরফ থেকে।

{link}

আগামী ১৮মার্চ দোলের দিন বসন্ত উৎসব করার পরিকল্পনা ছিল বিশ্বভারতীর কর্মী পরিষদের।কিন্তু মঙ্গলবার বিশ্বভারতীর কর্মপরিষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল ১৮ মার্চ অর্থাৎ বাদলের দিন বিশ্বভারতীতে বসন্ত উৎসব আয়োজন করা সম্ভব হয়ে উঠছে না। যদিও দোলের দিন বসন্ত উৎসব না করার কারণ হিসাবে কর্ম পরিষদের তরফ থেকে বিশ্বভারতীর বর্তমান অচলাবস্থাকে দায়ী করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মী পরিষদের অন্যতম সদস্য কিশোর ভট্টাচার্য ও গৌতম সাহা জানান,দীর্ঘ ছাত্র আন্দোলনের জেরে আশ্রমে অশান্ত পরিবেশের কারণেই এই ঐতিহ্যবাহী উৎসব বাতিল করা হয়েছে।

{link}

এর আগেই জনসাধারণের জন্য বসন্ত উৎসব হবেনা বলে জানিয়েছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তবে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে বসন্ত উৎসব করার কথা থাকলেও দীর্ঘ ১৭ দিনের ছাত্র আন্দোলনের কারণে তাও বাতিল হয়ে যায়। আপাতত আন্দোলনের জেরে কার্যত উত্তপ্ত বিশ্বভারতী সহ শান্তিনিকেতন।   
 

{ads}

News Spring festival closed in Santiniketan Visva Bharati University Vice Chancellor Bidyut Chakraborty Birbhum West Bengal India শান্তিনিকেতন বীরভূম সংবাদ

Last Updated :