header banner

বাংলাদেশি মৎস্যজীবীদের সঙ্গে কথা বললেন মৎস্য মন্ত্রী, দ্রুত দেশে ফেরানোর আশ্বাস

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপ ও ঝোড়ো হাওয়ার জেরে ৪০ দিন আগে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় বাংলাদেশি ট্রলার। উদ্ধার হওয়া সেইসব ট্রলারের মৎস্যজীবীদের সঙ্গে এবার কথা বললেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। তাঁদের সঙ্গে কথা বলে তিনি তাঁদের দ্রুত দেশে ফেরাবার আশ্বাস দিয়েছেন।

{link}

বেশ কিছুদিন আগে বঙ্গোপসাগরে উল্টে যায় বাংলাদেশী ট্রলার। ভারতীয় নৌবাহিনী ও মৎস্যজীবীদের সহযোগিতায় বাংলাদেশের ডুবে যাওয়া ট্রলার থেকে নিরাপদে তাঁদের উদ্ধার করা হয়। এরপরে মৎস্যজীবীদের নিয়ে আসা হয় কাকদ্বীপ মহাকুমার হাসপাতালে। সেখানেই চলে তাঁদের চিকিৎসা। চিকিৎসায় সুস্থ হয় বাংলাদেশী মৎস্যজীবীদের সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে রামকৃষ্ণ আশ্রমের পাশে একটি ফ্লাড সেন্টারে রাখা হয়। এবার বাংলাদেশী মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছেন রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনার কাক দ্বীপে এবার সেইসব মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এছাড়াও বাংলাদেশী মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও কাকদ্বীপ বিধানসভার বিধায়ক প্রাক্তন সুন্দর উন্নয়নমন্ত্রী মন্টু রাম পাখিরা।

{link}

এরপর দীর্ঘক্ষণ ধরে চলে আলাপচারিতার পর্ব। বাংলাদেশী মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দেয় রাজ্যের মৎস্য মন্ত্রী। যত দ্রুত সম্ভব তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য। মৎস্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস পেয়ে খুশি বাংলাদেশী মৎস্যজীবীরাও। আপাতত দেশে ফেরার খুশিতে অপেক্ষায় দিন গুনছেন ভিনদেশী মৎস্যজীবীরা।

{ads} 
 

News State Fisheries Minister Biplab Roy Chowdhury Bangladesh kakdwip West Bengal India কাকদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :