header banner

হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১, আহত ১

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা। পাকুরিয়া ব্রিজের কাছে একটি প্রাইভেট গাড়ি একইসাথে একটি বাইক ও স্কুটিতে ধাক্কা মারে। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টেও ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক আরোহী।

{link}

স্থানীয় সূত্রের খবর, বুধবার একটি প্রাইভেট গাড়ি ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ডানকুনি থেকে কলকাতার দিকে আসার সময় পাকুরিয়া ব্রিজের কাছে আচমকাই পরপর বাইক ও স্কুটি কে ধাক্কা মারে। এরপর গাড়িতে পাশের একটি ল্যাম্পপোস্টেও ধাক্কা মারে বলে জানা যায়। এই ঘটনায় স্কুটি চালক ঘটনাস্থলেই মারা যান ও বাইক আরোহী গুরুতর জখম হন। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন কর্মরত নিবরা ট্রাফিক পুলিশের আধিকারিকরা ও ডোমজুড় থানা পুলিশ। পুলিশ দ্রুত আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি আসঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে দ্রুত গতিতে ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলেই প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও স্কুটি চালককে ধাক্কা মারে। পাশাপাশি সেখানে লাইটপোস্টে গিয়েও ধাক্কা মারে বলে জানা গেছে।

{link} 

জানা যায় এই ঘটনার পর ওই প্রাইভেট গাড়ির চালক পালিয়ে যান। পুলিশ সূত্রের খবর, দুই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল। ঘটনাস্থল থেকে প্রাইভেট গাড়ি, বাইক ও স্কুটি কে আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

{ads} 
 

News Street accident National Highway No 16 Pakuria bridge Dankuni Howrah West Bengal India ডানকুনি হাওড়া সংবাদ

Last Updated :