header banner

পূর্ণিমার ভরা কোটালে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দিঘা সহ সমুদ্র সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ণিমার ভরা কোটালের দাপটে উত্তাল দিঘার সমুদ্র।  গার্ডোয়াল টপকে ঢেউ প্রবেশ করছে স্থলভাগে। তীব্র বেগে বইছে ঝোড়ো হাওয়া। শুধু দিঘা নয়, একই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে মন্দারমনি, শঙ্করপুর ও তাজপুর সহ সমুদ্র সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়৷ ফলে সকাল থেকেই জলোচ্ছ্বাসে আনন্দে মেতে উঠেছেন বেড়াতে আসা পর্যটকেরা। পর্যটকেদের  ভিড়ও বাড়ছে দিঘা সহ সমস্ত সমুদ্র সৈকতে। দুর্ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, রয়েছে উদ্ধারকারী দলও৷ 

{link}

প্রবল জলোচ্ছ্বাসের জেরে দিঘা মেরিন ড্রাইভের গার্ডোয়াল টপকে লোকালযয়েও জল ঢুকে পড়েছে। ইতিমধ্যে প্রায় ১০ ফুট উচ্চতায় জল লোকালয়ে ঢুকে পড়ছে। জলের তলায় রাস্তাও৷ ফলে পূর্ণিমার ভরা কোটালের দাপটে আচমকা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দিঘা সংলগ্ন গ্রামগুলিতে৷  ফলে সমস্যায় পড়েছেন লোকালয়ের মানুষজনেরা। প্রশাসন জানিয়েছে,  ভয়ের কিছু নেই৷ কয়েক ঘণ্টা পরে কোটাল সরে গেলে নেমে যাবে জলস্তর৷ তবে যেভাবে দিঘা, শঙ্করপুরের একাধিক গ্রামে সামুদ্রিক জল ঢুকে পড়েছে তাতে সবজি, ধান এবং মৎস্য চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷ স্বভাবতই স্থানীয়দের মনে বিষাদের ছায়া৷ 

{link}

সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে পর্যটকেরা রীতিমতো উচ্ছ্বসিত। সমুদ্রের এই উত্তাল দৃশ্য দেখতে সমুদ্র পারে ভিড় জমিয়েছেন বহু পর্যটকেরা। স্নান করতে না পারলেও  গার্ডোয়াল টপকে জল পারে চলে আসায় সমুদ্রের পার থেকেই সমুদ্রের উত্তাল রুপ উপভোগ করছেন তারা। তবুও যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারী রাখছে পুলিশ বাহিনী।

News East Medinipur Digha Mandarmoni Shankarpur West Bengal India সংবাদ দীঘা

Last Updated : 3 years ago