header banner

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নোটিশ অনলাইন পরীক্ষার, খুশি পরীক্ষার্থীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ অবশেষে খুশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের দীর্ঘ আন্দোলনের পর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে পরীক্ষার নোটিশ দেওয়া হল। জানা যায় শুধুমাত্র লিখিত পরীক্ষা গুলি অনলাইনে নেওয়া হবে।

{link}

গত ১২মে থেকে ছাত্রছাত্রীরা অনলাইন পরীক্ষার দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তরবঙ্গ ছাড়াও কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই একই দাবিতে আন্দোলনের পথে নামেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনলাইনে পরীক্ষার নোটিশ দেওয়ার পরেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে খুশির আমেজ। চলে সেলফিতে ছবি তোলা। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তাদের নৈতিক জয় হয়েছে।

{link}

তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ প্রনব ঘোষ জানান, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি রয়েছে। তাই এই সময়ে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ও শিক্ষার্থীদের ভবিষ্যত সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার নোটিশ দিয়েছে।

{ads} 
 

News Students strike North Bengal University Notice of online examination North Bengal Siliguri West Bengal India উত্তরবঙ্গ শিলিগুড়ি সংবাদ

Last Updated :