header banner

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র আন্দোলন নদীয়ার বিপিসি আইআইটি কলেজে

নিজস্ব সংবাদদাতা , নদীয়া – এতদিন বিক্ষোভ চলছিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে যাতে ছাত্রছাত্রীরা অফলাইনে পরীক্ষা দিতে ও ক্লাস করতে পারে । স্কুল কলেজ খোলার পর এখন ছাত্রছাত্রীদের নতুন দাবি সিলেবাস শেষ হয়নি তাই অফলাইন পরীক্ষায় বসবো না। নদীয়ার কৃষ্ণনগরে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিপিসি আইআইটি কলেজের গেটে বসে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা।

{link}

ছাত্রছাত্রীদের  দাবি, সারাবছর অনলাইন ক্লাস করালেও কলেজের শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারেননি, তারই মধ্যে অফলাইনে পরীক্ষা দিতে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। তাই তাদের দাবি অবিলম্বে অফলাইন বাতিল করে অনলাইনে পরীক্ষা নিতে হবে, না হলে তারা পরীক্ষা বয়কট করবে।এছাড়াও সিলেবাস শেষ না হওয়ার কারনে তাদের পরীক্ষায় ফেল করার সম্ভাবনাও রয়েছে। এর ফলে প্রতিটা ছাত্র-ছাত্রী বিপদে পড়তে পারে । সেই আশঙ্কা করেই তাদের বিক্ষোভ চলছে।

{link}

 মূলত এর আগেও ৭ তারিখে কারিগরি দপ্তর ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। সেখানে দাবি পূরণ না হওয়ায় বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলার কৃষ্ণনগরেও চলছে এই বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের বক্তব্য যদি তাদের দাবি না মানা হয় তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এবং পরীক্ষা বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।

{ads} 

News Students Strike Online exam BPC IIT College Nadia Krishnanagar West Bengal India ছাত্র আন্দোলন নদীয়া

Last Updated :