header banner

নবদ্বীপে বাবার অস্থি বির্সজন দিতে এসে ছেলের আত্মহত্যা, তদন্তে পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ মন্দির থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্দির নগরী নবদ্বীপে। মৃত ওই বৃদ্ধের নাম নিশিকান্ত সিংহ, বয়স ৬৪ বছর। মন্দির কর্তৃপক্ষ খবর দেয় পুলিশে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  নবদ্বীপ থানার পুলিশ। তারা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

{link} 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত এক তারিখে আগরতলার কৈলাসনগর থেকে ১৯ জনের একটি দল নবদ্বীপ ধাম ঘুরতে এসে নবদ্বীপের গোবিন্দ বাড়ি মন্দিরে আশ্রয় নেয়। তাদের মধ্যে মৃত ওই বৃদ্ধও ছিলেন। জানা যায় ওই বৃদ্ধ তার বাবার অস্থি নিয়ে এসেছিলেন নবদ্বীপের গঙ্গায় বিসর্জন দেবেন বলে। সেই কাজ তিনি সম্পন্নও করেন। এরপর সেখান থেকে অস্থি নিয়ে পুরিধামে গিয়ে সমুদ্রে অস্থি বিসর্জন দেওয়ার কথা ছিল তাঁর। সেইমতো পুরীতে যাওয়ার ট্রেনের টিকিটও হয়ে গিয়েছিল তাদের। কিন্তু সোমবার মন্দিরের একটি বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবারের লোকজন।এরপর মন্দির কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়  নবদ্বীপ থানার পুলিশ। এরপর তারা দেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠায়।ওই বৃদ্ধের রহস্যজনক মৃত্যুতে শোকাহত ওই বৃদ্ধের পরিবার সহ স্থানিয়রাও।

{link} 

ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। বাবার অস্থি  বিসর্জন দিতে আসা ৬৪ বছর বয়সী ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে সবার মনে। বাবার অস্থি  বিসর্জন দিতে এসে একজন ৬৪ বছর বয়সী বৃদ্ধ কেনো আত্ম্হত্যা করল তা নিয়ে উঠছে প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

{ads}

News Suicide Agartala Kailashnagar Temple city Nabadwip Nadia West Bengal India নবদ্বীপ নদীয়া সংবাদ

Last Updated :