header banner

রহস্যজনক মৃত্যু ভাঙরের আইএসআফ কর্মীর, তদন্তে পুলিশ

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ গ্রামের সক্রিয় আইএসএফ কর্মী হিসেবে বেশ পরিচিতি ছিল তাঁর । কিন্তু শনিবার সকাল বেলায় হঠাৎ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় গ্রামের একটি আম বাগান থেকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে। মৃত আইআসএফ কর্মীর নাম শেখ রেজাউল ইসলাম। বয়স আনুমানিক তিরিশ বছর। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, তিনি ভাঙরের কাঁটালিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, গতকাল সন্ধ্যার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাঁর কোনো খোঁজ পাননি। অবশেষে সকালবেলায় গ্রামের লোকের নজরে আসে তাঁর ঝুলন্ত মৃতদেহ। মর্মান্তিক দৃশ্য দেখেই স্থানীয়রা খবর পাঠায় তাঁর পরিবারকে। পাশাপাশি খবর পাঠানো হয় কাশীপুর থানায়। তবে তাঁর এই মৃত্যু ঘিরে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয় আইএসএফ নেতৃত্বের অভিযোগ, যেহেতু তিনি গ্রামে আইএসএফ কর্মী হিসেবে পরিচিত ছিলেন তাই এই দলের সঙ্গে যুক্ত থাকার জন্যই শাসক দলের কর্মীরা তাকে খুন করেছে। তারপর গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁর মৃতদেহ এমনটাই অভিযোগ তাদের।

{link}

 অপরদিকে খুনের অভিযোগ অস্বীকার করছে ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। কাশীপুর থানার পুলিশ খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি বাইক এবং কয়েকটি মদের বোতল উদ্ধার করে পুলিশ। তবে ময়নাতদন্তের পরেই এই রহস্যজনক মৃত্যুর কারণ জানা যাবে এমনটাই পুলিশের দাবি। ঘটনার তদন্তে কাশীপুর থানার পুলিশ।

{ads}
 

News Suicide Death ISF worker Bhangar Kashipur Police Station South 24 Pargana West Bengal India ভাঙর দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article