header banner

ন মাসের শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মায়ের

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মাত্র ন'মাসের শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা। মৃতদের নাম সীমা রুইদাস (২৫) ও নেহা রুইদাস (৯মাস)। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-মশাগ্রাম রেলপথের সোনামুখীর রামপুর তেঁতুলতলা ফটকের কাছে। জোড়া মৃত্যুর ঘটনায় ওই এলাকার স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

{link}

পরিবার সূত্রে খবর, এদিন সকালে মা সীমা রুইদাস নিজের ন'মাসের শিশু কন্যাকে নিয়ে সোনামুখীর কোচডিহি রুইদাস পাড়া থেকে বেরিয়ে যায়। পরে তারা বাঁকুড়া-মশাগ্রাম রেল পথের রামপুর তেঁতুলতলা ফটকের কাছে এসে হঠাতই মেয়েকে কোলে নিয়েই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের। পরিবারের তরফে দাবি, সীমা রুইদাস দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভূগছিলেন। আর সেকারণেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও রেল পুলিশ। মৃতদেহ দুটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে শুরু হয়েছে ঘটনার তদন্ত।

{link}

 
উল্লেখযোগ্যভাবে বর্তমান সময়ে যেন অধিকাংশ মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে মানসিক অবসাদ। পূর্বে আগে মানুষ মানুষকে, সেটা বন্ধু প্রতিবেশী যেই হোক না কেন, নিজ সমস্যার কথা বলতে পারতেন। কিন্তু বর্তমানে কেউ কারুর সাথে নিজ সমস্যার কথা ভাগ করে নিলে তা হয়ে ওঠে ঠাট্টার বিষয়। এহেন আরও বেশ কিছু কারন ও জীবনে একাধিক সমস্যার চাপ থেকেই জন্ম নিচ্ছে মানসিক অবসাদ। যে অবসাদের শেষ পরিনতির পথ গিয়ে শেষ হচ্ছে আত্মহননে। কোথাও গিয়ে সমাজ থাকলেও সেই সমাজের অংশ যে মানুষগুলি তাদের মধ্যে একটা অংশ ভালো নেই, সত্যিই ভালো নেই। যে ছবিটার পরিবর্তন ঘটা অত্যন্ত আবশ্যক।

{ads}

News Suicide Jumping in front of A moving train Bankura West Bengal India আত্মহত্যা বাঁকুড়া সংবাদ

Last Updated :