নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ স্বামীর পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই শ্রাদ্ধের আগের দিন মানসিক অবসাদে আত্মঘাতী হলেন স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের কেসি দাস রোড এলাকায়। মৃত ওই মহিলার স্বামী সৌগত মঠ গত ৭ই জানুয়ারি মাত্র ৩৭ বছর বয়সেই মস্তিষ্ক সংক্রান্ত সমস্যায় আকষ্মিক ভাবে মারা যান।
{link}
স্থানীয় সূত্রে জানা যায়, পিতৃহারা সৌগত বাবু বৃদ্ধা মা,দশ বছরের কন্যা এবং স্ত্রী চুমকি মঠ কে নিয়ে থাকতেন। তিনি একটি ফাস্টফুডের দোকানে কাজ করে সংসার চালাতেন। পরিবারের অনুমান, ওই যুবকের মৃত্যুর পর শোকার্ত পরিবারে স্ত্রী হয়তো সেই মানসিক উৎকণ্ঠা সহ্য করতে পারেননি। তাই শুক্রবার রাতে দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। শনিবার সকালে পরিবারের ছোট শিশু কন্যা এবং বৃদ্ধা মা বিষয়টি লক্ষ্য করেন।
{link}
এরপর প্রতিবেশীদের সহযোগিতায় শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। এক সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রী দুজনের মৃত্যুতে, বৃদ্ধা মা এবং এক শিশু কন্যার কথা ভেবে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কাউন্সিলর থেকে প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন সকলেই, তাদের পাশে সর্বক্ষনের সঙ্গী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন।
{ads}