header banner

রেল লাইনে আত্মহত্যা করার আগেই জিআরপির তৎপরতায় বাঁচল মা ও মেয়ে

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ এ যেন সাক্ষাৎ যমের মুখ থেকে প্রাণ ফিরিয়ে আনা। রেললাইনে আত্মহত্যা করার আগেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন এক জিআরপি। রক্ষা পেল দুটি প্রাণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। উদ্ধার হওয়া ওই মহিলার নাম এজিনা গায়েন। তার সাথে একটি একরত্তি শিশুও ছিল। শনিবার বিকেল তিনটে নাগাদ তাকে উদ্ধার করা হয় রেললাইনে ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে।

{link}

পুলিশ সূত্রে খবর, গত কয়েক বছর আগে ওড়িশার বাসিন্দা রাজ্জাক সর্দারের সঙ্গে বিয়ে হয় এজিনা গায়েনের। স্বামী পেশায় রান্নার কাজ করেন। কলকাতা আলিপুরে দীর্ঘদিন ধরে রান্নার কাজ করার সূত্রেই কলকাতাতে থাকেন স্বামী। বিয়ের পর থেকে প্রায়ই ক্যানিং এর দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়াতে থাকতেন এজিনা। আর তা নিয়েই প্রায় লেগে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। শনিবারেই অশান্তি চরমে ওঠে। তারপর রেললাইনে এসে ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। আর ঠিক তখনই ক্যানিং স্টেশন থেকে তাকে উদ্ধার করেন ক্যানিং থানা জিআরপির ইনচার্জ তাপস দে।

{link}

এ বিষয়ে এজিনার মা ছকিনা বিবি বলেন, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। এদিন ভিডিও কল করা নিয়ে অশান্তি হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। এক কাপড়ে বাচ্চা নিয়ে বেরিয়ে আসায় তার পরিবারও খোঁজ শুরু করে। কিন্তু কোথাও খোঁজ না পেয়ে পরে তারা শোনেন ওই মহিলা স্টেশনে এসেছিলেন আত্মহত্যা করার জন্য। তাকে উদ্ধার করেছে পুলিশ। আপাতত সুস্থ আছেন ওই মহিলা ও তার বাচ্চা। তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে স্বামী রাজ্জাক সর্দাররের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন।

{ads}
 

News Suicide Sealdah Canning station South branch Kolkata Alipur Odisha South 24 Pargana West Bengal India ক্যানিং দক্ষিণ ২৪ পরগণা সংবাদ

Last Updated :