header banner

নববধূর চরিত্র নিয়ে কুকথা তৃণমূল নেতার, আত্মঘাতী গৃহবধূ

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ বিয়ের সাতদিন পরেই আত্মঘাতী নববধূ। কারণ সদ্য বিবাহিত ওই মেয়ের চরিত্র নিয়ে কুকথা রটিয়েছেন স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই কথা শ্বশুর বাড়ির লোকের কানেও যায়। যার জেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার ঘুড়িষ্যা গ্রামে।

{link} 

স্থানীয় সূত্রে জানা যায়, ইলামবাজার থানার ঘুড়িষ্যা গ্রামের বাসিন্দা ডালিয়া বিবির (১৮) সঙ্গে ৭ দিন আগে বিয়ে হয় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বাসিন্দা আনোয়ার হুসেনের। প্রাপ্ত বয়স না হওয়ায় বিয়ের পর নিজের বাপের বাড়িতেই ছিলেন ডালিয়া। কিছু দিনের মধ্যেই তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। অভিযোগ, স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি মুন্সি নুর আলম ডালিয়ার স্বভাব-চরিত্র প্রসঙ্গে তার স্বামীর কাছে কুকথা বলেন। পরিবারের অভিযোগ, ওই তৃণমূল নেতা সকলকে জানিয়েছেন ডালিয়ার নাকি আগে বিবাহ হয়েছিল। তৃণমূল নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে বিয়ের পর থেকেই অশান্তির সূত্রপাত হয় স্বামী-স্ত্রীর মধ্যে৷ অশান্তির জেরে সোমবার অ্যাসিড খেয়ে আত্মঘাতী হন নববধূ। 

{link}

এরপর তাকে গুরুতর অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার কাছে খবর আছে ওই পরিবারের সমস্ত মহিলারা একাধিকবার বিবাহ করেন এবং ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ডিভোর্স দিয়ে দেন। তিনি আরও বলেন এই বিষয়ে তিনি বা তার দল কোনরকম ভাবে জড়িত নয়। আপাতত পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনায় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি ও স্বামীকেই দায়ি করছেন মৃতার পরিবারের লোকজন।

{ads}
 

News Suicide TMC regional president Ghurisiya village Ilambazar Police Station Birbhum West Bengal India আত্মহত্যা বীরভূম সংবাদ

Last Updated :