header banner

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকারে পরিণত এক মহিলা

article banner

নিজস্ব সংবাদদাতা,সুন্দরবনঃ সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরার সময় দক্ষিণ রায় তুলে নিয়ে গেল এক কাঁকড়া শিকারিকে। নিখোঁজের নাম মালতী সরকার। বুধবার সকালে গোসাবার লাক্স বাগান থেকে তিনজনের একটি দল কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের কাঁকসা খাঁড়িতে।

{link}

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, দুপুর নাগাদ ওই খাঁড়িতে যখন তারা কাঁকড়া ধরার জন্য দোন (টোপ) ফেলেছিলেন ঠিক তখনই হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ বেড়িয়ে অতর্কিতে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই বাঘটি মালতীকে আঘাত করে। এরপর তাকে তুলে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয় সেই বাঘ। এরপর মালতীর সঙ্গে থাকা বাকি দুজন ফিরে এসে বনবিভাগের আধিকারিকদের গোটা বিষয়টা জানায়।

{link}

 খবর পাওয়া মাত্রই ওই খাঁড়ি লাগোয়া জঙ্গল এলাকায় নিখোঁজ কাঁকড়া শিকারির খোঁজে তল্লাশি অভিযানে নেমেছেন বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত মালতীর কোন খবর পাওয়া যায়নি বলে বনবিভাগ সূত্রের খবর।

{ads} 
 

News Sundarban forest Royal bengal tiger Gosaba Sundarban West Bengal India সুন্দরবন সংবাদ

Last Updated :