header banner

ফলহারিণী অমাবস্যার দিন অনেকটাই ভক্তশূন্য তারাপীঠ মন্দির

article banner


নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ রবিবার ছিল ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার এই দুদিন  তারাপীঠ মন্দিরে ভিড় থাকে চোখে পড়ার মত। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় যে হারে ভিড় জমে ঠিক তেমনই এই ফলহারিণী অমাবস্যার দিনও ভক্তের সমাগম হয় প্রচুর। এই অমাবস্যার দিন দর্শনার্থীরা মা তারাকে ফলের ভোগ নিবেদন করে নিজেদের মনোস্কামনা পূর্ণ করতে আসেন।

{link}

লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই দিনে। পুজোর দিন সন্ধ্যায় মা তারাকে বিভিন্ন ফলের মালা দিয়ে সাজিয়ে বিশেষ পুজো করা হয়। কিন্তু ব্যান্ডেল লাইনে ট্রেন বন্ধ থাকায় রবিবার ভক্তের সমাগম অনেকটাই কম। দীর্ঘ ২ বছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল তারাপীঠ এর মন্দির। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে প্রায় স্বাভাবিক ছন্দে ফিরেছিল তারাপীঠ মন্দির এবং হোটেল ব্যাবসা। করোনা চলাকালীন ২বছর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার দিন বন্ধ রাখা হয়েছিল মন্দির। ফলত বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন হোটেল ব্যাবসায়ীরা।

{link}

তারাপীঠ মন্দির কমিটি এবং হোটেল কর্তৃপক্ষ তাকিয়ে ছিল এবারের ফলহারিণী অমাবস্যার দিকে। কিন্তু বেশ কিছু ট্রেন বন্ধ থাকায় দর্শনার্থীরা বাতিল করে দিয়েছেন হোটেল বুকিং। তাই আবার ক্ষতির সম্মুখীন তারা। তবে যারা আসতে পারেননি তারা মন্দির এর সেবায়েত দের নিজেদের নাম গোত্র দিয়ে দূর থেকেই পুজো দিচ্ছেন। ফলত ফলহারিণী অমাবস্যার দিন কিছুটা ভক্তশূন্য তারাপীঠ মন্দির প্রাঙ্গণ।

{ads} 
 

News Sunday was the fruitful new moon Kaushiki new moon Tarapith temple Birbhum West Bengal India তারাপীঠ বীরভূম সংবাদ

Last Updated :