নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ একটা বিশ্বাস যা কোনরকম সন্দেহের অবকাশই রাখে না, তাই হল কুসংস্কার। আর সেই কুসংস্কারকেই বর্তমান যুগে বহু মানুষ আজও অন্ধের মত বিশ্বাস করে তারই উদাহরণ মিলল বীরভূমে। বীরভূমের পারুই থানার অন্তর্গত রহমতপুর এলাকায় ২ শিশুসহ ৬ জন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল মোড়ল-সহ গ্রামের আদিবাসী মানুষজন।
{link}
আপাতত ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা দুই বাচ্চা কে নিয়ে পথে এসে দাঁড়িয়েছেন বলে জানান ডাইনি অপবাদে গ্রামছাড়া ওই গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গ্রামের সকলের ধারনা তাদের বাড়িতে মানুষের মাথা রয়েছে। সেই কারনেই গ্রামবাসীরা তাদের আর গ্রামে থাকতে দেবে না। তিন জন মহিলার মধ্যে একজন মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ও রয়েছে বলে জানা গেছে। বোলপুর ব্লকের বিডিও শেখর সাই সম্পূর্ণ বিষয়টি শুনে পারুই থানার পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং ওই পরিবারের যে সমস্ত সদস্যরা গ্রামের বাইরে রয়েছেন তাদের সকলকে যত দ্রুত সম্ভব গ্রামে ফিরিয়ে নিয়ে আসার কথাও জানিয়েছেন। এই বিষয়ে রহমতপুর আদিবাসী পাড়ার মোড়ল সুকল মুর্মু জানিয়েছেন, কাউকে তারা গ্রাম থেকে বার করেননি। ওই পরিবার এর সদস্যরা নিজেরাই গ্রাম ছেড়ে চলে গেছেন। আপাতত ওই পরিবার পারুই থানায় আশ্রয় নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। গ্রামে লাগানো হয়েছে পুলিশের পিকেট।
{link}
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ এখনও অপদেবতায় বিশ্বাস করে। একাধারে যে বীরভূমে রবীন্দ্রনাথের হাতে গড়া শান্তিনিকেতন রয়েছে ঠিক তেমনি অপরদিকে রয়েছে কুসংস্কারচ্ছন্ন রহমতপুর গ্রাম। যে গ্রামে শিক্ষার আলো আজও সম্পূর্ণ পৌঁছায়নি।
{ads}