header banner

"চাকরি দিন , নইলে স্বেচ্ছামৃত্যু ছাড়া পথ নেই" নদীয়ায় বিক্ষোভ টেট উত্তীর্ণদের

 নিজস্ব সংবাদদাতা , নদীয়া - এবার সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় একাধিক পরীক্ষার্থীরা।

{link}

এর আগেও তাদের নিয়োগের দাবিতে একাধিকবার প্রশাসনের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি ,২০১৪ সালে তারা পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু প্রাথমিকভাবে ১২ হাজার নিয়োগ করানোর পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া। এরপর বেশ কয়েক বছর কেটে গেলেও তাদের আর নতুন করে নিয়োগ করা হয়নি। এর আগেও একাধিকবার প্রশাসনের বিভিন্ন দরজায় দরজায় ঘুরে তারা বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।তাই এবার সপরিবারে স্বেচ্ছায় মৃত্যু আবেদন নিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখান তারা।

{link}

 তাদের দাবি লাখ লাখ টাকা খরচ করে তারা পড়াশোনা করেছেন। কিন্তু তাদের যদি বেকার অবস্থায় নিয়োগ না করা হয় তারা না খেয়ে পরিবার নিয়ে মরবে। এই পরিস্থিতিতে সরকার অবিলম্বে তাদের নিয়োগপত্র হাতে তুলে দিক না হলে স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিক।

{ads}

News TET demonstration District Magistrate's Office Nadia Krishnanagar West Bengal India টেট উত্তীর্ণ পরীক্ষার্থী বিক্ষোভ সংবাদ

Last Updated :