header banner

জ্বালানির মূল্য বৃদ্ধিতে সাগরে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনাঃ পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তার উপরে মাটির উনানে রান্না করে সাগরে তৃনমুল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। গতকাল সাগর ব্লকের মুড়িগঙ্গা ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মন্দিরতলা বাজারে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেন।

{link}

সূত্রের খবর,এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামির শাহ ও মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল। এদিনের মিছিলে কয়েকশো তৃণমূল কংগ্রেসের সমর্থকরা পা মেলান। মিছিলে রাস্তার ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন শাসকদলের কর্মী সমর্থকরা। এছাড়াও পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বাইকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।

{link}

রাস্তায় বসে মাটির উনোনে রান্না করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদ দেখায় মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবি,অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে পেট্রোল ডিজেলের মূল্য কমাতে হবে।

{ads}

News TMC protest of the abnormal rise in prices of petrol diesel South 24 Pargana West Bengal India তৃণমূল কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :