header banner

ডিএলএড প্রার্থীদের নিয়োগের দাবিতে হাওড়া শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ শিক্ষক পদপ্রার্থীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ টেট উত্তীর্ণ অবশিষ্ট ডিএলএড প্রার্থীদের নিয়োগের দাবিতে এবার হাওড়া শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাল শিক্ষক পদপ্রার্থীরা। প্রাথমিক টেট উত্তীর্ণ ও বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার এই বিক্ষোভ দেখানো হয়। এদিন মিছিল করে শিক্ষা ভবনের সামনে পৌঁছান বিক্ষোভকারীরা।

{link}

ব্যানার ও হাতে লেখা পোস্টার নিয়ে তারা বিক্ষাভ প্রদর্শনও করেন। পরবর্তীতে তারা ডিআই কে ডেপুটেশন দেন। বিক্ষোভকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৪ সালের প্রাইমারী টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রশিক্ষণ প্রাপ্ত সকল শিক্ষক পদপ্রার্থীকে অবিলম্বে নিয়োগ করতে হবে। তাদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মোট ১৬৫০০ ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়োগের প্রতিশ্রুতি দেন। কিন্তু ডাবলুবিবিপিই র যে মেধা তালিকা প্রকাশ হয়, তাতে প্রায় কয়েক হাজার প্রার্থীকে যুক্ত করা হয়নি।

{link} 

তাই তাদের দাবি, মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করুক। এছাড়াও টেট উত্তীর্ণ সকল প্রশিক্ষণ প্রাপ্তদের অবিলম্বে চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। তাদের আরও দাবি, সেই নিয়োগ যেন স্বচ্ছতার সাথেই হয় সেদিকেও নজরে রাখতে হবে মুখ্যমন্ত্রীকে।

{ads}
 

News Teacher candidates staged a protest in front of Howrah Education Building demanding appointment TET exam D.EL.ED Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :