header banner

কারখানায় ইলেকট্রিক কেবেল চুরির দায়ে হেনস্থা, প্রতিবাদে কারখানায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ  কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় ইলেকট্রিক কেবেল চুরির দায়ে হেনস্থার স্বীকার ১০ জন অস্থায়ী কর্মী। সেই অভিযোগের প্রতিবাদেই কারখানার বাইরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। মঙ্গলবার এই বিক্ষোভের ঘটনায় পশ্চিম বর্ধমানের কুলটিতে উত্তেজনার সৃষ্টি হয়। 

{link}

জানা গিয়েছে, কুলটি সেল গ্রোথ ওয়ার্কস  কারখানা থেকে ইলেকট্রিক কেবেল চুরি হয়েছিল। সেই চুরির দায় ইলেকট্রিক বিভিগের  ১০ জন অস্থায়ী কর্মীদের উপর দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি পুলিশের মাধ্যমে তাদেরকে হেনস্থাও করা হয়েছে। তারই প্রতিবাদে কারখানার অস্থায়ী কর্মীরা  বিক্ষোভ করেন। তাদের দাবি, অবিলম্বে এই মিথ্যা চুরির অভিযোগ প্রত্যাহার করতে হবে। তাদের কাছে ম্যানেজমেন্টকে ক্ষমা চাইতে হবে। যতক্ষন না ম্যানেজমেন্টের লোকেরা তাদের কাছ থেকে ক্ষমা চাইবেন ততক্ষন তারা তাদের বিক্ষোভ জারি রাখবেন এবং কেউ কাজ করবেন না। 

{link}

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তারা জানান, কোন কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ লেখা হয়নি। তারা শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই এসেছিলেন। 
{ads}

News Kulti Cell Growth Works West Burdwan West Bengal India সংবাদ পশ্চিম বর্ধমান

Last Updated :