নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সোমবার রাত নটা থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হয় হাওড়া জেলা জুড়ে। আর তার মধ্যে বৃষ্টি থামতে না থামতেই হাওড়া কর্পোরেশন সংলগ্ন জেলা পোস্ট অফিসের গেটের সামনে বৃষ্টির জমা জলের মধ্যে থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ।
{link}
জানা যায়, মৃত ওই মহিলার নাম মনীষা শাউ। তিনি হাওড়ার কেলভিন কোট এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, রাত পৌনে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপর স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় হাওড়া থানা ও বিদ্যুৎ সংস্থা সিইএসসি কে। বৃষ্টি থামতেই পুলিশ ও বিদ্যুৎ সংস্থার কর্মীরা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাস্তার উপরে জমা জল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এরপর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকার মানুষরা জানান, প্রচন্ড বৃষ্টি তে সম্ভবত বৈদ্যুতিক বাতিস্তম্ভে হাত লেগে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার।
{link}
অন্যদিকে কেউ কেউ জানাচ্ছেন প্রচন্ড ঝড় বৃষ্টির সময় সশব্দে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তার। সোমবার রাত থেকেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় তারও ব্যাবস্থা করছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
{ads}