header banner

করোনাবিধি মেনেই এবছর পালিত হবে মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ বিগত দুই বৎসর করোনাকালে রথযাত্রা তেমন ভাবে পালিত হয়নি মায়াপুর ইসকনে। তাই এবছর মহা ধুমধামে পালিত হবে মায়াপুর ইসকনের রথযাত্রার উৎসব। সৌভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হবে ইসকন। ইসকন কর্তৃপক্ষ সূত্রের খবর, এবছর সরকারের সমস্ত বিধি নিষেধ মেনেই পালিত হবে রথযাত্রা উৎসব।

{link}

ইসকন মায়াপুর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে রাজাপুর গ্রাম। সেখানে জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথে করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী গুণ্ডিচায় মাসীর বাড়িতে আসবেন। উল্টোরথ পর্যন্ত মাসির বাড়িতে রকমারি খাওয়া-দাওয়া সারবেন জগন্নাথ বলদেব ও সুভদ্রা। আর সেই প্রসাদ ইসকনে আগত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হবে বলে ইসকন সূত্রে খবর।

{link}

রথযাত্রা উপলক্ষ্যে ইতিমধ্যেই হাওড়া নবদ্বীপ এবং শিয়ালদা কৃষ্ণনগরের বিশেষ ট্রেনের দাবি করা হয়েছে ইসকনের তরফ থেকে। রবিবার ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন ইসকনের ডাইরেক্টর ব্রজবিলাস কো-অর্ডিনেটর জগদার্তিহা দাস এবং জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস।

{ads}

News Rath yatra Mayapur Iskcon temple Festival Nadia West Bengal India নদীয়া রথ যাত্রা সংবাদ

Last Updated :