header banner

অমাবস্যার কোটালে দুর্যোগের আশঙ্কা, আতঙ্কে সুন্দরবনবাসী

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা:  দক্ষিণবঙ্গের উপকূল তীরবর্তী এলাকার মানুষের যেন আতঙ্ক পিছু ছাড়ে না। একের পর এক দুর্যোগ লেগেই রয়েছে উপকূল তীরবর্তী এলাকাতে। নিম্নচাপ ও ভরা কোটালে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী অঞ্চলের একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। সেই ক্ষতি কিছুটা সামাল দিয়ে উঠতে না উঠতে আবারও উপকূল তীরবর্তী এলাকার মানুষের সামনে নতুন দুর্যোগ। অমাবস্যার কোটালে আতঙ্কিত সুন্দরবন বাসীরা। 

{link}

ষাঁড়াষাঁড়ি কোটালকে সুন্দরবনে অনেকে হড়কাবান নামেও আখ্যা দিয়েছে। সাধারণত ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে এই কোটাল হয়। অন্যান্য কোটালের থেকে এই কোটাল অনেকটাই ভয়ংকর। অন্যান্য কোটালের তুলনায় এই কোটালে সুন্দরবনের নদী ও সমুদ্র গুলিতে জলস্ফীতি  অনেকটাই বৃদ্ধি পায়। এই কোটালের মোকাবিলায় শনিবার নামখানা ব্লকে ফ্রেজারগঞ্জে দাস কর্নার ও হাতি কর্নার এবং পাতিবুনিয়া বেহাল নদী বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা গিয়েছিলেন। এছাড়াও সুন্দরবনের একাধিক বেহাল নদীবাঁধের ওপর নজর রেখেছে জেলা সেচ দপ্তর ও পূর্ত দপ্তর। কোটালের মোকাবিলা করতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার একাধিক জায়গায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। ফ্রেজারগঞ্জের দাস কর্নার এলাকায় নদীবাঁধ পরিদর্শনের পর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন, কোটাল মোকাবিলায় ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতি কাজ চলছে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে গিয়েছে, দাস কর্নার এলাকায় ৪০০ মিটারের মতো নদী বাঁধে কাজ চলছে আরও ২০০ মিটার মতন কাজ  বাকি রয়েছে। কোটালের যে রুদ্ররূপ তার সামনে বাঁধ কতটা রুখে দাড়াতে পারবে সেটাই এখন প্রশ্ন  সুন্দরবনবাসীদের মনে।
{ads}

News South 24 pargana Sundarban West Bengal India কোটাল দুর্যোগ সুন্দরবন সংবাদ

Last Updated :