header banner

১০ বছর গ্রামে বিদ্যুৎ নেই, তাও আসছে বিদ্যুৎ এর বিল, বিক্ষোভ এলাকাবাসীর

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আশেপাশে বিদ্যুৎ থাকলেও  ১০ বছর বছর কোন ইলেকট্রিক পায়নি গ্রামবাসীরা। অথচ প্রতি মাসেই আসছে ইলেকট্রিক বিল। যার ফলে মঙ্গলবার ইলেকট্রিক বিলের প্রতিবাদে রাস্তায় নামল গ্রামবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে  কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের  ঢোলাহাট থানার উত্তর দুর্গাপুর উত্তর পাড়া এলাকায়।

{link} 

এলাকার বাসিন্দারা বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ করার পরেই গোটা বিষয়টি নজরে আসে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখির। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে গত ৮ মাস আগে এলাকায় বিদ্যুতের খুঁটি পুঁতে কেবল তার টাঙ্গানো হয়েছে। বসেছে ট্রান্সফর্মার। বাড়িতে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক মিটারও। কিন্তু এরপরেই দেখা যায় রাতারাতি বিদ্যুৎ দপ্তর ট্রান্সফরমারে চার্জিং করে চলে যায়। এলাকার মানুষকে বলে দেওয়া হয় কয়েক দিনের মধ্যেই ট্রান্সফরমারের সঙ্গে লাইন জুড়ে দেওয়া হবে। দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এখনো আসেনি বিদ্যুৎ দপ্তরের লোকজন। জোড়া হয়নি লাইন। অথচ তাসত্বেও আসছে মিটারের বিল। চিন্তায় পড়েছেন এলাকাবাসী। তাই বিদ্যুৎ দপ্তরের এই খামখেয়ালীর বিরুদ্ধেই মঙ্গলবার গ্রামবাসীদের বিক্ষোভ।

{link} 

তবে এত কিছুর পরেও নির্বিকার বিদ্যুৎ দপ্তর। এলাকাবাসীদের দাবি, দূর থেকে বিদ্যুৎ হুকিং করে আনতে গিয়ে কয়েকদিন আগে মারা গিয়েছে একটি তরতাজা ২৬ বছরের যুবক। মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে চারজন। এ ব্যাপারে কাকদ্বীপ বিদ্যুৎ দপ্তর আধিকারিকের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি রাজি হয়নি। দূর্গাপুজোর মধ্যে এলাকায় বিদ্যুৎ না এলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

{ads}
 

News Protest Rabindra gram panchayat Dholahat police station Kakdwip South 24 Pargana West Bengal India কাকদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :