header banner

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেলুড়ে

article banner

নিজস্ব সংবাদদাতা, বেলুড়: পুকুরের জলে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য বেলুড়ে। মৃতের নাম সৌভিক দাস, বয়স ২৩।বুধবার ঘটনাটি ঘটেছে বেলুড়ের চাঁদমারি এলাকায়। ঘটনার পর যুবককে উদ্ধার করে বেলুড়ের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে  ঘোষণা করা হয়। 

{link}

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিশ্চিন্দা থানার বেলুড় চাঁদমারি এলাকায় ফুটবল খেলার সময় পুকুরে বল পড়ে গেলে বল কুড়োতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় সৌভিক দাস নামের ওই যুবকের। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় যুবকরাই পুকুর থেকে তাকে উদ্ধার করেন।প্রথমে তাকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে তাকে বেলুড় ধর্মতলা রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। যুবকের অস্বাবাভিক মৃত্যুতে  প্রবল উত্তেজনা তৈরি হয় নার্সিংহোম চত্বরে। 

{link}

ঘটনার পরপরই চাঁদমারি এলাকা থেকে কয়েকশো যুবক হাজির হয়ে যান সেখানে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কা থাকায় বালি ও বেলুড় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয় বলে পুলিশ সূত্রের খবর। এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন সৌভিক নামের ওই যুবক। তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। সৌভিকের অকাল প্রয়ানে শোকাহত গোটা এলাকা। 
{ads}

News Chandmari area Death Belur West Bengal India বেলুড় সংবাদ

Last Updated :