header banner

ক্লাস চলাকালীন শিষ দেওয়ায় ছাত্রদের চুল কেটে দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ স্কুলে ক্লাস চলাকালীন শিষ দেওয়ায় ছাত্রদের চুল কেটে দিলেন প্রধান শিক্ষিকা। ঘটনাটি আড়িয়াদহ কালাচাঁদ স্কুলের ঘটনা। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা নিজের হাতে কাঁচি দিয়ে নবম শ্রেনীর ৭ জন ছাত্রের চুল কেটে দেন। ঘটনাটি ঘিরে স্কুলে আতঙ্কের সৃষ্টি হয়েছে।  

{link} 

সূত্রের খবর, স্কুলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে কোনো এক ছাত্র শিষ দেয়। কে শিষ দিয়েছে শিক্ষিকা জানতে চাইলে কেউ নাম বলতে চায় না। এরপর শিক্ষিকা সন্দেহবশত ৭ জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদারের ঘরে নিয়ে যান। প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার জানতে চায় কোন ছাত্র শিষ দিয়েছে ক্লাসে, তখনও কেউ নাম না বলায় তিনি তাদের ঘরের বাইরে নিয়ে যান। এরপর তিনি নিজের হাতে কাঁচি দিয়ে ওই ৭ জন ছাত্রের চুল কেটে দেন। ছাত্র সায়ন্তন মান্নার মা জানান, এইভাবে ছাত্রদের চুল কেটে শাস্তি দেওয়া উচিত হয়নি প্রধান শিক্ষিকার। তাদের যদি শাস্তি দেওয়ারই হত তবে অন্যভাবেও শাস্তি দিতে পারতেন তিনি।   

{link}

এই  ঘটনা আরও একবার শিক্ষাঙ্গনে শিক্ষিকার অমানবিক মুখ প্রমাণ করে দিল। এ ঘটনায় এখনও আতঙ্কিত ও ভিত ছাত্ররা। ছাত্রদের অভিভাবকদের একটাই অভিযোগ, শাস্তি অনেক হতে পারে কিন্তু এই ধরনের শাস্তি তারা কোনোভাবে মন থেকে মেনে নিতে পারছেন না, তাই প্রধান শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছেন তারা।

{ads}

News Ariadah Kalachand School North 24 pargana West Bengal India সংবাদ উত্তর ২৪ পরগনা

Last Updated :