header banner

বারুইপুরে ব্যাগের দোকানে চুরি, এক রাতের মধ্যে উধাও ৭০হাজার টাকার জিনিস

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: পুজোর আগে দোকানটিকে নতুন করে সাজানোর জন্য দোকান রং করার সিদ্ধান্ত নেন ব্যাগ দোকানের মালিক। সেইমত সমস্ত সামগ্রী কিনে নিয়ে আসেন। রাত সাড়ে এগারটা পর্যন্ত দোকানে কাজ করে দোকানের জিনিসপত্র তিনি পাশের দোকানেও রাখেন। কিন্তু পরের দিন সকালে দোকানে এসে মাথায় হাত দোকানের মালিকের। এক রাতের মধ্যেই চুরি হয়ে গিয়েছে পাশের দোকানে রাখা তাঁর জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানার অন্তর্গত বারুইপুর রেল গেটের রক্ষাকালী তলার পাশে ফিডার রোডে।

{link}

জানা যায়, ওই দোকানের নাম ব্যাগ এন্ড গিফট সেন্টার। দোকানের মালিক রবিউল মিস্ত্রির অভিযোগ, বুধবার তাঁর দোকানে রঙের কাজ হওয়ার জন্য তিনি সমস্ত মালপত্র পাশের দোকানে রেখেছিলেন। বুধবার রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত দোকানে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ছ়টা নাগাদ এসে দেখেন, যে দোকানে তিনি মাল রেখেছিলেন সেই দোকান থেকে বেশিরভাগ জিনিস চুরি হয়ে গিয়েছে। ওই দোকানের ওপরে টিন দিয়ে ঢাকা রেখে গিয়েছিলেন তিনি। সেই টিন খুলে ভেতরেই পিচবোর্ড ভেঙে প্রায় ৭০-৮০ হাজার টাকার ব্যাগ নিয়ে দুষ্কৃতি চম্পট দেয় বলে তাঁর অভিযোগ।

{link}

এই ব্যাপারে দোকানের মালিক রবিউল মিস্ত্রি বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত বিষয়টি দেখে তদন্ত শুরু করেছে। তবে পুজোর মুখেই এরকম একটি বড় খতির সম্মুখীন হয়ে চিন্তায় ভেঙে পড়েছেন ব্যাগ দোকানির ব্যাবসায়ী। এক রাতের মধ্যে এতগুলো টাকার জিনিস চুরি হয়ে যাওয়ায় চিন্তায় ওই ব্যাবসায়ীর পরিবারও। আপাতত পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

{ads} 
 

News Stole Bag shop Baruipur police sttaion Baruipur South 24 pargana West Bengal India বারুইপুর দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :