header banner

হাওড়ার জয়পুরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পানীয় জলের দাবিতে অবরোধ এবার হাওড়ার জয়পুরে। গ্রামের মহিলারা সামিল হলেন অবরোধে। পঞ্চায়েত ভোটের আগে পানীয় জল নিয়ে গ্রামে বাড়ছে ক্ষোভ। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন হাওড়ার জয়পুর থানার কলসডিহি গ্রামের মহিলারা। জানা গিয়েছে আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি গ্রামে গত প্রায় তিন মাস যাবৎ পানীয় জল নেই। গ্রামে ট্যাপ থাকলেও তাতে জল নেই। পানীয় জল আনতে প্রায় দু'কিমি দূরে যেতে হয়। এদিন এলাকার শতাধিক মহিলা বাগনান জয়পুর রোড অবরোধ করেন। প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ ওঠে।
{link}
এদিন গ্রামের মহিলারা ব্যানার এবং বালতি নিয়ে রাস্তা অবরোধ করেন। তারা জানান যে তাঁরা গ্রামের প্রধান কে ৩ মাস আগে চিঠি দিয়েছিলেন কিন্তু কন বেবস্থা নেওয়া হয়নি যেই কারণে এই অবরোধ হয়। এই গরমে তাদের পক্ষে দু'কিমি দূরে গিয়ে পানীয় জল আনা সম্ভব নয়। তারা চান যাতে এই সমস্যার সমাধান হয় তৎপরতার সাথে।
{ads}

Howrah West Bengal news Strike সংবাদ

Last Updated :