header banner

ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্য, চিন্তায় নদীয়ার সরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: "আসি যাই মাইনে পাই"। বেশ কয়েকটি সরকারি দপ্তরের কতিপয় কর্মচারীদের প্রসঙ্গে এই ব্যঙ্গাত্বক উক্তি শোনা গেলেও সকলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। নদীয়ার চর মাজদিয়া গভমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুলে শিক্ষক-শিক্ষিকারা থাকলেও ছাত্র ছাত্রীর সংখ্যা শূন্য। তবে সেই পরিস্থিতির জন্য শিক্ষক-শিক্ষিকারা দায়ী নন। বরং ছাত্র-ছাত্রীদের না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন তাঁরা।

{link}

২০০৯ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয় স্থাপিত হয়েছিলো। প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে, এবং পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় থাকার কারণে এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা বরাবরই খুবই কম। তবে করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন বাদে বিদ্যালয় খোলার পরে ২০২১ -২২ শিক্ষাবর্ষে নতুন কোন ছাত্র-ছাত্রীকে ভর্তি করানো তো দূরের কথা, যারা ওই বিদ্যালয়ে পড়াশোনা করতো তাদেরকেও তাদের অভিভাবকরা নিয়ে অন্যত্র ভর্তি করেছেন। ফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিয়মমাফিক বিদ্যালয়ে আসেন এবং ছুটির সময় হলে বাড়ি যান। বর্তমানে এভাবেই চলছে বিদ্যালয়টি। ছাত্র-ছাত্রী না থাকায় মিড ডে মিল ও বন্ধ। তবে অফিসিয়াল কিছু কাজকর্ম নিয়মমাফিক করে থাকেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যাই শূন্য, সেখানে কাজকর্ম কতই বা আর থাকে। ফলে একপ্রকার, বিদ্যালয়ের পড়ুয়াদের কোলাহল শূন্য ফাঁকা ঘরেই নির্বাসনে দিন কাটাতে হচ্ছে তাদের। ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, এ বিষয়ে গ্রামের পঞ্চায়েত থেকে অভিভাবক সকলের সাথে কোথা বলে চেষ্টা করেও কোন ফল মেলেনি। দুঃখের কথা অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে জানালে তিনি জেলা পরিদর্শককে জানিয়েছেন। এর বেশি আর কিছুই হয়নি।

{link} 

অন্য বিদ্যালয়ে থেকে এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী নিয়ে আসা অথবা এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অন্য বিদ্যালয়ের স্থানান্তর সবটাই বিশবাঁও জলে। এর কারণ হিসেবে বিদ্যালয়ের সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত থাকার কারণে সকলেই পঞ্চম শ্রেণী থেকেই সেখানে ভর্তি হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার জন্য কেউই রাজি হয় না এই বিদ্যালয়ে ভর্তি হতে। সচেতন অভিভাবক যদিও বা সামান্য কিছু আছেন, তারাও নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিসর্জন দিতে চাইছেন না। তবে সরকারি উদ্যোগ এবং সদিচ্ছা নেই বলেই এই অবস্থা বলে তারা মনে করেন।

{ads}
 

News Char Mazdia Government Colony Junior High School Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :