header banner

পুজোর আগেই রাজ্যে বাংলাদেশী ইলিশ আসার সম্ভাবনা

article banner

নিজস্ব সংবাদদাতা: দূর্গাপুজো দোরগোড়ায়। আর তার আগেই ভোজনরসিক বাঙালিদের জন্য সুখবর।আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে বাঙলাদেশি ইলিশ আসার সম্ভাবনা রয়েছে।মৎস্য ব্যাবসায়ীদের সূত্রের খবর, ঠিক সময়ে এই রাজ্যে পদ্মার ইলিশ এলে তার দামও থাকবে সকলের নাগালের মধ্যে।

{link}

বিগত কয়েকবছর ধরেই দুর্গা পুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আনা হয় এরাজ্যে।কিন্ত গতবছর পুজোর কয়েকদিন আগে বাংলাদেশি রুপোলি শস্য এখানে আসায় বেশি পরিমাণ বিক্রি করা সম্ভব হয়নি মৎস্য ব্যাবসায়ীদের।তাই এবার আগেভাগেই ইলিশ আমদানির ছাড়পত্রের জন্য আবেদন করেছেন পাইকারি ব্যবসায়ীরা।ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, এবার বিক্রির জন্য বেশি সময় চেয়ে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আবেদন করে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে।কয়েকদিনের মধ্যে সেই অনুমতি মিলবে বলে জানান মাকসুদ।আর খুব দ্রুত পদ্মার ইলিশের স্বাদ পেতে চলেছেন রাজ্যবাসী।গুজরাট, বার্মা, ওড়িশা ও দিঘা থেকে সমুদ্রের ইলিশ আমদানি হলেও বাংলাদেশের নদীর ইলিশের স্বাদই আলাদা।তাই বরাবরই পদ্মার ইলিশের চাহিদা বেশি।

{link}

তিনি আরো বলেন, গত বছর ৪,৬০০ মেট্রিক টন মাছ পাঠানোর কথা থাকলেও সময়ের অভাবে মাত্র ১,২০০ মেট্রিক টন মাছ আনা সম্ভব হয়েছিল।এবার ১২০০-১৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি ঠিক সময়মত হলে চাহিদা পূরণ করা যাবে।পাইকারি বাজারে কিলো প্রতি বাংলাদশের ইলিশের দাম পড়বে ১০০০-১২০০ টাকার মধ্যে।তাই পুজোর আগে বাঙালির মন এবং পেট ভরাতে এখন পদ্মার ইলিশ আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

{ads}
 

News Bangladeshi hilsa Padma river Digha Odisha West Bengal India ইলিশ বাংলাদেশ সংবাদ

Last Updated :