header banner

তামিলনাড়ু থেকে ৫০০ গ্রাম সোনার গহনা চুরি করে গ্রেফতার বীরভূমের যুবক

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ ৫০০ গ্রাম সোনার গহনা চুরি করে নিয়ে পালিয়েও পুলিশের হাত থেকে রেহাই পেলনা চোর। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে সোনার গহনা সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার হরিশপুরে। ধৃত যুবকের নাম সোলেমান সেখ।

{link} 

পুলিশ সূত্রের খবর, তামিলনাড়ুর একটি সোনার দোকানে কাজ করতেন ধৃত ওই যুবক। সেই সোনার দোকান থেকেই প্রায় ৫০০ গ্রাম সোনার গহনা চুরি করেন তিনি। এরপর হরিশপুর গ্রামে নিজের বাড়িতে পালিয়ে আসেন সোলেমান। শনিবার গোপন সুত্রে খবর পেয়ে রাতারাতি তার বাড়িতে হানা দেয় পাইকর থানার পুলিশ । সোনার গহনা চুরির অভিযোগে পুলিশ গ্রেফতার করে তাকে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাকে জেরা করে উদ্ধার করা হয় সেই ৫০০ গ্রাম সোনার গহনা।

{link} 

বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন সোলেমান। তার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই জানিয়েছে পাইকর থানার পুলিশ।

{ads}
 

News Thief Stealing 500 grams of gold jewelry Tamilnadu Harishpur Paikar police station Birbhum West Bengal India বীরভূম সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article