নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বহরমপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করলেন স্থানীয়রা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বিবেকানন্দপল্লী এলাকায়। অভিযুক্ত যুবকের নাম প্রশান্ত প্রামাণিক, বাড়ি বেলডাঙা থানা এলাকায়।স্থানীয়দের অভিযোগ এদিন সকালে সুশান্ত চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে ঢুকে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় ওই যুবক। এরপর স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা এসে যুবকটিকে আটক করে।
{link}
অভিযোগ কেউ বাড়িতে না থাকার সুযোগে ওই যুবক ঘরের মধ্যে চুরি করতে ঢোকে। ঘরে থাকা বাসনপত্র সহ ছোটখাটো অনেক জিনিসপত্র ব্যাগের মধ্যেও ভরে প্রশান্ত। সেই সময়ই স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে তাকে। এরপর তারা তাকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে যুবকটিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির অভিযোগ অস্বীকার করেন।অভিযুক্ত যুবকটি বলেন, তিনি রোজ ওই বাড়ির সামনে প্লাস্টিক, ফেলে দেওয়া বোতল কোড়াতে আসেন।প্রতিদিনের মতো সেদিনও তিনি তাই করতে এসেছিলেন।
{link}
ওই যুবক আরও বলেন, তিনি না বুঝেই ওই বাড়িতে ঢুকে কারোর অনুমতি না নিয়েই বাড়ির বাসনপত্র তার ঝুলিতে ভরে নেয়। ইতিমধ্যেই চুরির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই যুবক বাসনপত্র ছাড়াও বাড়ির অন্য কিছু চুরি করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।পাশাপাশি তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ।
{ads}