header banner

একই বাড়িতে একসাথে খসে গেল তিনটি প্রাণ

article banner


নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি। জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন বোনের। সন্তানদের হারিয়ে দিশেহারা বাবা-মা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা এলাকায়। মৃত তিন বোনের নাম সুপ্রীতা সোরেন (১২), সুষমা সোরেন (৯) ও শকুন্তলা সোরেন (৭)। ঘটনার জেরে ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷

{link}

স্থানীয় সূত্রের খবর, নিহতদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কলাইকুণ্ডা এলাকায়। কোলাঘাট থানার চিমুটিয়ায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল তারা। কারণ, প্রতিবছর এই সময় চিমুটিয়া এলাকায় একটি মেলা বসে। পরিবার সূত্রের খবর, দুপুরে বাড়ির পেছনের পুকুরে স্নান করতে গিয়েই ঘটে চরম বিপত্তি। জানা যায়, স্নান করতে করতে তিন বোন পুকুরে একটু গভীরের দিকে চলে গিয়েছিল। এদিকে অনেকক্ষণ মেয়েরা ঘরে না ফেরায় আত্মীয় ও পরিবারের লোকজনের সন্দেহ হয়। খোঁজ করতে গিয়ে তারা পুকুরে কাউকে না দেখতে পেয়ে ওই পুকুরেই ঝাঁপ দিয়ে তল্লাশি শুরু করেন। তখনই একে একে তিনবোনের মৃতদেহ ভেসে ওঠে।

{link}

 সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোলাঘাট থানার মেছেদা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে। নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহদের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পরেই শোকস্তব্ধ গোটা চিমুটিয়া গ্রাম। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়েরা। বাকরুদ্ধ ওই তিন শিশু কন্যার বাবা-মাও৷

{ads}
 

News Three sisters of the same family drowned in the pond Kolaghat East Medinipur West Bengal India পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :