নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ রাত পোহালেই জামাইষষ্ঠী। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই জামাইষষ্ঠীর বাজারে ব্যস্ত হয়ে পড়েছেন প্রত্যেক বাঙালী। বিগত দু বছর কোভিডের জেরে প্রত্যেক অনুষ্ঠানের মতোই ভাটা পড়েছিল জামাইষষ্ঠীর আয়োজনেও। যার কারণে বাজারগুলি ছিল প্রায় ক্রেতা শূন্য। তবে কোভিড সংক্রমণের ২বছর পরেও ফল ব্যাবসায়ীরা বাজারের এমন চিত্র দেখবেন বলে আশা করেননি।
{link}
জামাইষষ্ঠীতে প্রায় ক্রেতাশূন্য রয়েছে শিলিগুড়ি বিধান মার্কেট এর ফল বাজার। তাই কপালে হাত শিলিগুড়ির ফল ব্যবসায়ীদের। বিধান মার্কেটের ফল বিক্রেতারা জানান, ফলের দাম নাগালের মধ্যে থাকলেও বাজারে ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম রয়েছে। প্রতিদিন যে রকম বেচাকেনা হয় তেমনই ফল বিক্রি হচ্ছে। জামাইষষ্ঠীর বাজারে যেরকম উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেরকম ক্রেতাদের ভিড় এবার লক্ষ করা যাচ্ছে না। তবে ফল বাজার এর ঠিক উল্টো চিত্র ধরা পরল বিধান মার্কেটের মাছ বাজারে। মাছ বিক্রেতারা জানান, বিগত বছরের তুলনায় এবার অনেকটাই ভালো বেচা-কেনা হচ্ছে। জামাইষষ্ঠীতে বাঙ্গালীদের প্রিয় মাছ হল ইলিশ মাছ, সেই মাছের দাম বেশি থাকলেও বাজারে তার চাহিদা রয়েছে অনেকটাই।
{link}
ইলিশ মাছের পাশাপাশি এবার মাছ বাজারে বিশেষ আকর্ষণ রয়েছে প্রায় ২২কেজি থেকে শুরু করে ৪০কেজির কাতলা মাছ। সব মিলিয়ে এবছর অনেকটাই লাভের আশা দেখছেন মাছ বিক্রেতারা। ক্রেতারা জানান, আগামীকাল জামাইষষ্ঠী। তাই বাজারে জিনিসের মূল্য কেমন থাকবে সেই আশঙ্কাতেই জামাইষষ্ঠীর আগের দিনই বাজার সারছেন মধ্যবিত্ত ঘরের সাধারণ মানুষেরা।
{ads}