header banner

পূর্ব মেদিনীপুরের দিঘায় তাপপ্রবাহের জন্য পর্যটকদের সতর্ক করা হচ্ছে

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: সৈকত নগরী দিঘা সহ উপকূলবর্তী এলাকায় গরমের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। দিঘায় বেড়াতে আসা পর্যটকদের জন্য সতর্কতা জারি করল জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা করা হয়। প্রচন্ড রৌদ্রের মধ্যে কোন পর্যটক যাতে হোটেল থেকে না বেরোন তার জন্য মাইকিং করে অনুরোধ করা হয়। এরপর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্য অনুরোধ করেন। এদিকে আবারও প্রচন্ড গরমে কারণে দিঘায় তেমন পর্যটক নেই বললেই চলে। 
{link}
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দীঘা একেবারে শুনশান। দিঘা মোহনা থানার ওসি দীপক চক্রবর্তী বলেন , "পর্যটকদের স্বার্থে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সন্ধ্যার আগে পর্যটকরা যাতে হোটেল থেকে  না বেরোন তার জন্য সতর্ক করা হচ্ছে "। এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রের ক্ষতি হচ্ছে তবে সাধারন মানুষের কোন হানি হচ্ছে না।
{ads}

East Midnapore Digha West Bengal News Awareness সংবাদ

Last Updated :